ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাবনায় আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।  

সোমবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।   

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপুর সভাপতিত্বে রাজশাহীর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার ও শাস্তির দাবি জানান।  

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমূখ।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি